সুধারামে গৃহবধূ শারমিন হত্যা না আত্নহত্যা এই নিয়ে এলাকায় চলছে গুঞ্জন
সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বারাহীপুর পালবাড়িতে গৃহবধূ শারমিন হত্যার অভিযোগ উঠেছে।
২১ সেপ্টেম্বর বুধবার সকাল ৭টার দিকে ৯টা পর্যন্ত বউ শাশুড়ীর ঝগড়া হয়। নিহতের বাবা সিএনজি চালক হারুন বাড়িতে এসে নিজ মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে দিনভর এলাকার বিভিন্ন স্থানে খোজাখুজি করে রাত সাড়ে ৮টার দিকে নিজেদের বাড়ি ও ঘরের আশেপাশে টর্চ লাইট নিয়ে খুজতে গিয়ে মোরগের ঘরে ঝুলন্ত অবস্থায় নিজ মেয়েকে দেখতে পেয়ে ঘটনাস্থলে চিৎকার দেয়। এইসময় শারমিনের গলায় লোহার রড দিয়ে মারাত্মক জখমের রক্তাক্ত চিহ্ন পাওয়া যায়।
খবর পেয়ে রাত ১১টার দিকে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিহত শারমিনের লাশের ফোর্সমোটেম শেষে তার বাবা সিএনজি চালক হারুনের নিকট স্থানান্তর করে।
লাশ নিয়ে এলাকায় আসলে এলাকাবাসী হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিপন, ওয়ার্ড মেম্বার সোহাগ ও পুলিশ কর্মকর্তা
নৃশংস হত্যার শিকার শারমিনের (২০) হত্যাকারীদের বিচারের আশ্বাস দিয়ে লাশ দাপন করে।
এ ঘটনায় সুধারাম মডেল থানা অফিসার ইনচার্জ এর সাথে মোবাইল কলে যোগাযোগের চেষ্টা করেও মতামত জানা সম্ভব হয়নি।
Facebook.Khalifar Hat News
Comments
Post a Comment