সাজ্জাদুর রহমান আতিকী সাহেব
আল হাজ্ব হযরত মাওলানা সাজ্জাদুর রহমান আতিকী সাহেবের Facebook States থেকে আজকে নেওয়া হয়েছে!
তিনি তাঁর Facebook States এ আজকে নিন্মক্ত কথাগুলো ব্যক্ত করেন!
আজঃ ০৫ জুন,২০২০ রোজঃ শুক্রবার
খলিফার হাট নিউজ fbKhalifarHatNewsOfficial
তিনি বলেনঃ যে, বেশি দিন হয়নি,গোটা বিশ্বই 'মানবতা বিরোধী অপরাধ' নিয়ে যথেচ্ছ চিৎকার চেঁচামেচি করেছিল!★কিন্তু আজ? 'করোনা'র রোগী ও করোনায় মৃত লাশের সাথে দেশে দেশে পরিবার,সমাজ যে অমানবিক আচরণ করছে! এটা কি মানবতা বিরোধী অপরাধ নয়? এই নিষ্ঠুরতার বিচার করবে কে?
♦এ অবস্হাটা নিঃসন্দেহে আল্লাহপাকের জবাব! আপনজনদের প্রতি এই নিষ্ঠুরতার বিচারও হয়তো হাশরের দিন আল্লাহপাক করবেন! আমরা হয়তো বলবো-- নিজেদের বাঁচার জন্য এছাড়া আমাদের কোন উপায় ছিলনা! এ জবাব গৃহিত হবে কিনা? তা আখিরাতের মহা বিচারপতিই ভালো জানেন।।
♦আসুন! আল্লাহ'কে ভয় করি এবং তাঁরই উপর পূর্ণ নির্ভর করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত লাশের সাথে মানবিক আচরনে নিজেদরকে উজাড় করি।।
♦ আল্লাহ তা'য়ালা গোটা দুনিয়ার মানুষকে উপলব্ধি করার,শিক্ষা নেয়ার ও অতীতেকৃত নিরীহ মানুষদের উপর মানবতাবিরোধী যুলুমের জন্য তাওবা করে শুদ্ধ হবার ও আল-ইসলামের দিকে ফিরে আসার তাওফিক দান করুন।।
♦ মহান রাব্বুল আ'লামীন আমাদেরকে ক্ষমা করুন এবং তাঁরই আযাব-গজব থেকে হিফাজত করুন।
♦ আমীন! আমীন!! আমীন!!!
খলিফার হাট নিউজ
KhalifarHatNewsOfficial
Fb-SazzadurRahmanAtiqi
করোনা ভাইরাস প্রতিরোধে, জরুরী প্রয়োজন ছাড়া ঘরেই থাকু!
KhalifarHatNewsOfficial
Comments
Post a Comment