পরীক্ষা কেন্দ্রে অনিয়মের ঘটনায় হল সুপার
অধ্যক্ষ দেলোয়ারসহ ৭ শিক্ষককে অব্যাহতি
রাসেদ বিল্লাহ চিশতিঃ নোয়াখালী সদর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বের অবহেলা, নানান অনিয়মে জড়িত থাকার দায়ে হল সুপার
খলিফারহাট উচ্চ বিদ্যালয় প্রধানসহ মোট ৭ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব মো. টিপু সুলতান।
মঙ্গলবার (৯ মে) সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারগন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনকালে হল সুপার ও খলিফার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন ও তার এক সহকারী শিক্ষক এসএসসি পরিক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে চরমভাবে অবহেলা ও নানান অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাদেরকে দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
অন্যদের মধ্যে নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২জন, করমুল্যাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২ জন, গোরাপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ১ জনসহ মোট ৭ শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
কেন্দ্র সচিব মো. টিপু সুলতানের এক লিখিত আদেশে তাদের অব্যাহতির ঘোষণা কার্যকর হয়েছে।
Comments
Post a Comment