আজ ৩য় দিনের মতো চলছে লকডাউন!
খলিফার হাট নিউজ
নোয়াখালী সদর পশ্চিমে খলিফার হাট বাজারে চলছে আজ ৩য় দিনের মতো লকডাউন! সমস্ত বাজার পাকা, এছাড়াও কোন দোকান খোলা নেই, শুধুমাত্র কয়েকটা ডাক্তার দোকান ও ফার্মিসী ছাড়া!
গতকালক বুধবার, বাজারের তারিখ থাকায়ও বাজারে কোন মানুষ আসেন নি! এছাড়াও ব্যাপারি রা ও বাজারে আসেন নি! আর তাই পূর্নাঙ্গ লকডাউন পালন করা হয়েছে বলে জানা যা!
খলিফার হাট কামল মিয়ার স মেলের দিকে, যাহা সাধারনত স্কুল গেট থেকে তোলা হয়েছে! এক কথায় বলতে গেলে বাজারের কোন স্থানে মানুষের কোন সমাগম নেই বললেই চলে! সবাই সবার নিজ নিজ দায়িত্বে সচেতন হয়ে গেছন!
এখানে অন্য সময় লকডাউন থাকা কালেও হাজার মানুষের সমাগমে বরপুর থাকতো, কিন্তু এখন নেই! এছাড়ার বাজারের ব্যবসায়ীগন ও পূর্নাঙ্গ লকডাউন পালন করতেছেন বলে দেখা যাচ্ছ!
খলিফার হাট নিউজ
নোয়াখালী
খলিফার হাট
Comments
Post a Comment