ভোগান্তিতে পড়ছে মানুষ নিজেস্ব ছবি রোড়ের মধ্যে ৩ ফিট গভীর গর্তে পরিনত, যান বাহন চলাচলে অসুবিধা, কাদায় ভরা রাস্তা! নোয়াখালী সদর পশ্চিমে এক নামে পরিচিত খলিফার হাট বাজারের কথা সবাই জানেন! এই বাজারে প্রতিদিন ভিবিন্ন জায়গা থেকে হাজার হাজারমানুষ আসে! এছাড়াও প্রতিদিন হাজার হাজার গাড়ির যাত্রা হয়ে থাকে, এই খলিফার হাট বাজার দিয়ে! বিগত কয়েকদিন পূর্বে বাজারের প্রদান সড়কের কাজ করায়, বাজারের ভিতর দিয়ে সকল গাড়ি যাতায়াত করায় বাজারে এবং স্কুলরোড়ের অনেক ক্ষতি হয়! খলিফার হাট স্কুল রোড এর ছবি এই রোড় দিয়ে প্রতিদিন পাক-প্রাথমিক বিদ্যালয় সহ, উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রায় ১০ হাজরের ও বেশি মানুষ যাতায়ত করে থাকেন! কিন্তু দুঃখের বিষয় হলো এখন রোড়টার এমন করুন অবস্থা হয়ছে যাতে করে অনেক গাড়ি, মানুষের ও ক্ষতি স্বাদিত হয়েছে বলে অনেকই মন্তব্য করেন! খলিফার হাট বাজারের ছবি মাননীয় এমপি, নোয়াখালী মানুষের নয়নের মনি, জনাবঃ একরামুল করিম চৌধুরীর (নগদ চৌধুরী) নিকট আকুল আবেদ, সদর পশ্চিমে খলিফার হাট বাজারের এই রাস্তাটা মেরামতের জন্য আপনার এ...