Skip to main content

Posts

Showing posts from June, 2020

বাজারের অবস্থা

ভোগান্তিতে পড়ছে মানুষ      নিজেস্ব ছবি   রোড়ের মধ্যে ৩ ফিট গভীর গর্তে পরিনত, যান বাহন চলাচলে অসুবিধা, কাদায় ভরা রাস্তা!     নোয়াখালী সদর পশ্চিমে এক নামে পরিচিত খলিফার হাট বাজারের কথা সবাই জানেন! এই বাজারে প্রতিদিন ভিবিন্ন জায়গা থেকে হাজার হাজারমানুষ আসে! এছাড়াও প্রতিদিন হাজার হাজার গাড়ির যাত্রা হয়ে থাকে, এই খলিফার হাট বাজার দিয়ে! বিগত কয়েকদিন পূর্বে বাজারের প্রদান সড়কের কাজ করায়, বাজারের ভিতর দিয়ে সকল গাড়ি যাতায়াত করায় বাজারে এবং স্কুলরোড়ের অনেক ক্ষতি হয়!   খলিফার হাট স্কুল রোড এর ছবি এই রোড় দিয়ে প্রতিদিন পাক-প্রাথমিক বিদ্যালয় সহ, উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রায় ১০ হাজরের ও বেশি মানুষ যাতায়ত করে থাকেন! কিন্তু দুঃখের বিষয় হলো এখন রোড়টার এমন করুন অবস্থা হয়ছে যাতে করে অনেক গাড়ি, মানুষের ও ক্ষতি স্বাদিত হয়েছে বলে অনেকই মন্তব্য করেন!      খলিফার হাট বাজারের ছবি মাননীয় এমপি, নোয়াখালী মানুষের নয়নের মনি, জনাবঃ একরামুল করিম চৌধুরীর (নগদ চৌধুরী)  নিকট আকুল আবেদ,  সদর পশ্চিমে খলিফার হাট বাজারের এই রাস্তাটা মেরামতের জন্য আপনার এ...

লকডাউন

আজ ৩য় দিনের মতো চলছে লকডাউন! খলিফার হাট নিউজ    আজঃ ১১ জুন,২০২০ইং রোজঃ বৃহস্পতিবার খলিফা হাট বাজার নোয়াখালী সদর পশ্চিমে খলিফার হাট বাজারে চলছে আজ ৩য় দিনের মতো লকডাউন! সমস্ত বাজার পাকা, এছাড়াও কোন দোকান খোলা নেই, শুধুমাত্র কয়েকটা ডাক্তার দোকান ও ফার্মিসী ছাড়া! ডাক্তার দোকান   গতকালক বুধবার, বাজারের তারিখ থাকায়ও বাজারে কোন মানুষ আসেন নি! এছাড়াও ব্যাপারি রা ও বাজারে আসেন নি! আর তাই পূর্নাঙ্গ লকডাউন পালন করা হয়েছে বলে জানা যা!  খলিফার হাট কামল মিয়ার স মেলের দিকে, যাহা সাধারনত স্কুল গেট থেকে তোলা হয়েছে!  এক কথায় বলতে গেলে বাজারের কোন স্থানে মানুষের কোন সমাগম নেই বললেই চলে! সবাই সবার নিজ নিজ দায়িত্বে সচেতন হয়ে গেছন!    এটা হচ্ছে খলিফার হাট বাজারের মধ্য বাজার  এখানে অন্য সময় লকডাউন থাকা কালেও হাজার মানুষের সমাগমে বরপুর থাকতো, কিন্তু এখন নেই! এছাড়ার বাজারের ব্যবসায়ীগন ও পূর্নাঙ্গ লকডাউন পালন করতেছেন বলে দেখা যাচ্ছ!      খলিফার হাট নিউজ নোয়াখালী খলিফার হাট      

আসুন মানবিক আচরন করি

সাজ্জাদুর রহমান আতিকী সাহেব  নিজেস্ব প্রতীকি ছবি আল হাজ্ব হযরত মাওলানা সাজ্জাদুর রহমান আতিকী সাহেবের Facebook States থেকে আজকে নেওয়া হয়েছে! তিনি তাঁর Facebook States এ আজকে নিন্মক্ত কথাগুলো ব্যক্ত করেন! আজঃ ০৫ জুন,২০২০ রোজঃ শুক্রবার খলিফার হাট নিউজ fbKhalifarHatNewsOfficial     তিনি বলেনঃ  যে,  বেশি দিন হয়নি,গোটা বিশ্বই 'মানবতা বিরোধী অপরাধ' নিয়ে যথেচ্ছ চিৎকার চেঁচামেচি করেছিল!★কিন্তু আজ? 'করোনা'র রোগী ও করোনায় মৃত লাশের সাথে দেশে দেশে পরিবার,সমাজ যে অমানবিক আচরণ করছে! এটা কি মানবতা বিরোধী অপরাধ নয়? এই নিষ্ঠুরতার বিচার করবে কে?         ♦এ অবস্হাটা নিঃসন্দেহে আল্লাহপাকের জবাব! আপনজনদের প্রতি এই নিষ্ঠুরতার বিচারও হয়তো হাশরের দিন আল্লাহপাক করবেন! আমরা হয়তো বলবো-- নিজেদের বাঁচার জন্য এছাড়া আমাদের কোন উপায় ছিলনা! এ জবাব গৃহিত হবে কিনা? তা আখিরাতের মহা বিচারপতিই ভালো জানেন।।        ♦আসুন! আল্লাহ'কে ভয় করি এবং তাঁরই উপর পূর্ণ নির্ভর করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত লাশের সাথে মানবিক আচরনে নিজেদরকে উজাড় করি।।   ...