Skip to main content

এ কি করলো শিক্ষার্থীরা?




 ২ জন A+ নিয়ে স্কুলের সুনাম বাড়িয়েছে    শিক্ষার্থীরা  
01-06-2020, 09:10am

খলিফার হাট নিউজ   

fb tw  
🔴শিক্ষা জাতির মেরুদণ্ড🔴আসুন শিক্ষা গ্রহন করি🔴এবং অন্যকে উদ্ভদ্ধ করি🔴 এবং নিজের মানুষদের কে সু-শিক্ষায় শিক্ষিক করি🔴
করোনা ভাইরাস প্রতিরোদে, জরুরী প্রয়োজন ছাড়া ঘরেই থাকি 🏛 Covid-19.         
মহামারি করোনার কারণে কিছুটা দেরিতে হলেও অবশেষে প্রকাশিত হয়েছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল।

   খলিফার হাট  বিদ্যালয়ের অফিস ভবনের  ছবি    


রোববার (৩১ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায় বরাবরের মত এবারো নোয়াখালী সদর পশ্চিমে অবস্থিত খলিফার হাট উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট বিগত ৪ বছরকে ছাড়িয়ে এবার রেকর্ড করেছে ২০২০ সালের ssc ব্যাচ! যাদের মধ্যকার পরিক্ষা দিয়ে, সর্বোচ্চ পাশ এনেছে তারা!
বিদ্যালয়ে পাশের হার এসেছে- ৭৮.৬৩% মোট ১১৭ জন পরিক্ষা দিয়ে ৯২ জন পাশ করেছে!

   উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়   

সব বিষয়ে জিপিএ ৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। স্কুলটিতে বিজ্ঞান বিভাগ থেকেই ২জন শিক্ষার্থী আবদান শাকুর ও অর্ণব মজুমদার A+ পেয়েছে! ব্যবসায় বিভাগ, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফলাফল ও একান্ত ভালো হয়েছেন বলে মন্তব্য করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।   
স্কুলের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে খুশি স্কুলটির প্রধান শিক্ষক । এ প্রসঙ্গে বলেন, এমন ফলাফল অবশ্যই প্রধান শিক্ষক হিসেবে আমাকে গৌরবান্বিত করেছে। তবে এর দাবিদার আমি একা নই। স্কুলের সব শিক্ষ!
আব্দুল বাতেন ও আশরাফুল ইসলাম (স্যার)

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক "আবুল হাসেম  (স্যার) ও বিদ্যালয়ের সভাপতি ও সদস্য বর্গ  

অতি আদরের চির চেনা মুখগুলো


আপনাদের সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিজিট করার জন্য!
খলিফার হাট উচ্চ বিদ্যালয়!   
খলিফার হাট নিউজ
নোয়াখালী-সদর
পারভেজ ভাই
এসএসসি ব্যাচ-২০১৭
খলিফার হাট উচ্চ বিদ্যালয়     
    

Comments

  1. গৌরীপুর গার্লস থেকে ৪ জন গোল্ডেন A+ সহ ১১ জন জিপিএ-৫ পেয়েছে।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

আসুন মানবিক আচরন করি

সাজ্জাদুর রহমান আতিকী সাহেব  নিজেস্ব প্রতীকি ছবি আল হাজ্ব হযরত মাওলানা সাজ্জাদুর রহমান আতিকী সাহেবের Facebook States থেকে আজকে নেওয়া হয়েছে! তিনি তাঁর Facebook States এ আজকে নিন্মক্ত কথাগুলো ব্যক্ত করেন! আজঃ ০৫ জুন,২০২০ রোজঃ শুক্রবার খলিফার হাট নিউজ fbKhalifarHatNewsOfficial     তিনি বলেনঃ  যে,  বেশি দিন হয়নি,গোটা বিশ্বই 'মানবতা বিরোধী অপরাধ' নিয়ে যথেচ্ছ চিৎকার চেঁচামেচি করেছিল!★কিন্তু আজ? 'করোনা'র রোগী ও করোনায় মৃত লাশের সাথে দেশে দেশে পরিবার,সমাজ যে অমানবিক আচরণ করছে! এটা কি মানবতা বিরোধী অপরাধ নয়? এই নিষ্ঠুরতার বিচার করবে কে?         ♦এ অবস্হাটা নিঃসন্দেহে আল্লাহপাকের জবাব! আপনজনদের প্রতি এই নিষ্ঠুরতার বিচারও হয়তো হাশরের দিন আল্লাহপাক করবেন! আমরা হয়তো বলবো-- নিজেদের বাঁচার জন্য এছাড়া আমাদের কোন উপায় ছিলনা! এ জবাব গৃহিত হবে কিনা? তা আখিরাতের মহা বিচারপতিই ভালো জানেন।।        ♦আসুন! আল্লাহ'কে ভয় করি এবং তাঁরই উপর পূর্ণ নির্ভর করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত লাশের সাথে মানবিক আচরনে নিজেদরকে উজাড় করি।।   ...

বাজারের অবস্থা

ভোগান্তিতে পড়ছে মানুষ      নিজেস্ব ছবি   রোড়ের মধ্যে ৩ ফিট গভীর গর্তে পরিনত, যান বাহন চলাচলে অসুবিধা, কাদায় ভরা রাস্তা!     নোয়াখালী সদর পশ্চিমে এক নামে পরিচিত খলিফার হাট বাজারের কথা সবাই জানেন! এই বাজারে প্রতিদিন ভিবিন্ন জায়গা থেকে হাজার হাজারমানুষ আসে! এছাড়াও প্রতিদিন হাজার হাজার গাড়ির যাত্রা হয়ে থাকে, এই খলিফার হাট বাজার দিয়ে! বিগত কয়েকদিন পূর্বে বাজারের প্রদান সড়কের কাজ করায়, বাজারের ভিতর দিয়ে সকল গাড়ি যাতায়াত করায় বাজারে এবং স্কুলরোড়ের অনেক ক্ষতি হয়!   খলিফার হাট স্কুল রোড এর ছবি এই রোড় দিয়ে প্রতিদিন পাক-প্রাথমিক বিদ্যালয় সহ, উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রায় ১০ হাজরের ও বেশি মানুষ যাতায়ত করে থাকেন! কিন্তু দুঃখের বিষয় হলো এখন রোড়টার এমন করুন অবস্থা হয়ছে যাতে করে অনেক গাড়ি, মানুষের ও ক্ষতি স্বাদিত হয়েছে বলে অনেকই মন্তব্য করেন!      খলিফার হাট বাজারের ছবি মাননীয় এমপি, নোয়াখালী মানুষের নয়নের মনি, জনাবঃ একরামুল করিম চৌধুরীর (নগদ চৌধুরী)  নিকট আকুল আবেদ,  সদর পশ্চিমে খলিফার হাট বাজারের এই রাস্তাটা মেরামতের জন্য আপনার এ...

অনিয়মের কারনে ৭ শিক্ষককে অব্যাহতি

  পরীক্ষা কেন্দ্রে অনিয়মের ঘটনায় হল সুপার  অধ্যক্ষ দেলোয়ারসহ ৭ শিক্ষককে অব্যাহতি  রাসেদ বিল্লাহ চিশতিঃ নোয়াখালী সদর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্রে  নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বের অবহেলা, নানান অনিয়মে জড়িত থাকার দায়ে হল সুপার  খলিফারহাট উচ্চ বিদ্যালয় প্রধানসহ মোট ৭ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব মো. টিপু সুলতান।  মঙ্গলবার (৯ মে) সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারগন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনকালে হল সুপার ও খলিফার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলওয়ার হোসেন ও তার এক সহকারী শিক্ষক এসএসসি পরিক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে চরমভাবে অবহেলা ও নানান অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাদেরকে দায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।   অন্যদের মধ্যে নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২জন, করমুল্যাহ  উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২ ...