ঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইকবাল মাহমুদ বাবলু সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ শাসন ব্যবস্থা সুদৃঢ় করার উদ্দেশ্যে ১৯২১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই অসংখ্য গুণী সান্নিধ্যে ধন্য হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভারতীয় উপমহাদেশ বিভক্তির পর কলকাতা ইসলামিয়া কলেজ থেকে বিএ পাস করে ১৯৪৭ সালের সেপ্টেম্বরে পূর্ববাংলার পশ্চাৎপদ মুসলিম জনগোষ্ঠীর উচ্চশিক্ষার আকর্ষণীয় মাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে শেখ মুজিবুর রহমানের অধিকাংশ সময়ই কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ছাত্রলীগের নানা অনুষ্ঠান বা সাংগঠনিক আলোচনা সভায় তিনিই পালন করতেন মুখ্য ভূমিকা। সাংগঠনিক কাজে এক হল থেকে অন্য হলে তিনি যাতায়াত করতেন কলাভবনের নানা কাজে অংশগ্রহণ করতেন। এভাবে বিবেচনা করলে বলা যায়- ১৯৪৮-৪৯ কালপর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ সংগঠনসূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিবিড়ভাবে সংযুক্ত ছিলেন। মোগলটুলীতে বসবাস ছিল তার।...