Skip to main content

Posts

Showing posts from July, 2022

ঘরে ডুকে প্রায় দেড় বোরি স্বর্ণ চুরির ঘটনা, চোরের সন্ধান দিলে পুরস্কিত করবেন!

 বিগত কয়েকদিন অর্থাৎ ঈদুল আযহার ২/৩ দিন আগে খলিফার হাট বাজারের দক্ষিনে, মদি দোকানদার শাহ আলমের বাড়িতে অবস্থিত, শাহ আলমের ছোট ভাই মোঃ জহিরের ঘরে ডুকে, প্রায় দেড় বোরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়! যাহার কোন সন্ধান পাওয়া যায়নি।  বিগত ১২/১৩ তারিখের দিকে,  কয়েকজন লোক মটর সাইকেলে করে তাদের বাড়িতে স্বর্ণের খোজ দেওয়ার জন্য আসে! কিন্তু দূর্ভাগ্যক্রমে তারা কেউ তখন বাড়িতে ছিলো না! এখন তারা প্রতিবেশি থেকে খবর পেয়ে বলেছেন, যদি এইরকম কেউ তাদেরকে,তাদের হারিয়ে যাওয়া স্বর্ণের সংবাদ দিতে পারেন, তাহলে তাকে উপযুক্ত সম্মান করা হবে!  স্থানঃ খলিফার হাট নোয়াখালী সদর উপজেলা  বিস্তারিত নিচের দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন! 01813195119