২ জন A+ নিয়ে স্কুলের সুনাম বাড়িয়েছে শিক্ষার্থীরা 01-06-2020, 09:10am খলিফার হাট নিউজ 🔴শিক্ষা জাতির মেরুদণ্ড🔴আসুন শিক্ষা গ্রহন করি🔴এবং অন্যকে উদ্ভদ্ধ করি🔴 এবং নিজের মানুষদের কে সু-শিক্ষায় শিক্ষিক করি🔴 করোনা ভাইরাস প্রতিরোদে, জরুরী প্রয়োজন ছাড়া ঘরেই থাকি 🏛 Covid-19. মহামারি করোনার কারণে কিছুটা দেরিতে হলেও অবশেষে প্রকাশিত হয়েছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল। খলিফার হাট বিদ্যালয়ের অফিস ভবনের ছবি রোববার (৩১ মে) প্রকাশিত ফলাফলে দেখা যায় বরাবরের মত এবারো নোয়াখালী সদর পশ্চিমে অবস্থিত খলিফার হাট উচ্চ বিদ্যালয়ের রেজাল্ট বিগত ৪ বছরকে ছাড়িয়ে এবার রেকর্ড করেছে ২০২০ সালের ssc ব্যাচ! যাদের মধ্যকার পরিক্ষা দিয়ে, সর্বোচ্চ পাশ এনেছে তারা! বিদ্যালয়ে পাশের হার এসেছে- ৭৮.৬৩% মোট ১১৭ জন পরিক্ষা দিয়ে ৯২ জন পাশ করেছে! উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় সব বিষয়ে জিপিএ ৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী। স্কুলটিতে বিজ...